Description
মনোরোগ হচ্ছে মনের রোগ। মনোরোগের কারণে ব্যক্তি অস্বাভাবিক আচরণ করে, যা তার সামাজিক,পারিবারিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। রোগীর জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
শরীরের অসুখকে মানুষ যেভাবে দেখে বা মূল্যায়ন করে বা প্রতিকারের চেষ্টা করে সেভাবে মনের অসুখে এভাবে করে না। কারন এই বিষয়ে আমাদের আশে পাশের মানুষজন এখনো অজ্ঞ। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার তেমন ভালো কোন প্লাটফর্ম নেই, ফলে মানুষ তার সমস্যা নিয়ে বসে থাকে যা দিন দিন জটিলতা তৈরি করে।
আজ আমরা এই নিবন্ধে এই মনোরোগ বা মানসিক রোগের কারণ ও মনোরোগ বিশেষজ্ঞ সম্পর্কে জানবো।
মনোরোগের কারণঃ মনোরোগের সঠিক কারন এখনো অজানা রয়েছে। তারপরেও বলা যায় এটা বংশ গত, পরিবেশগত হয়ে থাকতে পারে। আবার কোন কোন ঘটনা এমন হয় যে মানসিক রগে আক্রান্ত ব্যক্তির অতীতের বড় কোন দুর্ঘটনা, হতে পারে সেক্সুয়াল হ্যারেসমন্ট। আবার যে ব্যক্তি শিশুকালে অস্বাভাবিকভাবে লালন পালন হয়ে থাকে তাদের পরবর্তী জীবনে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
আবার অনেকে প্রচুর ডিপ্রেশনে ভুগেন। কেউ যদি ২ সপ্তাহের বেশি অতিরিক্ত ডিপ্রেশনে থাকেন তাহলে তার এই মানসিক রোগ হয়ে থাকে। এই ডিপ্রেশন থেকে মানুষের আত্নহত্যার প্রবণতা দেখা যায়।
আর একটি কথা এখানে বলা যায় যে, প্রসব কালীন সময়ে মহিলাদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়, অনেক সময় মায়েদের মানসিক বিপর্যয়ের শুরু হয় এই সময়ে। পরিবারের অবহেলার কারণে তা অনেক করুণ পরিণতি সৃষ্টি করে।
দ্রুত ডাক্তার দেখাতে চাইলে
সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৬-৬৩৩১৬০
হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৭৬৬-০৮৬৭১৬
মনোরোগের প্রকারভেদ ও লক্ষণঃ
মানসিক রোগ ২ ধরণের হয়ে থাকে।
১। নিউরোসিসঃ এটা মৃদু মানসিক সমস্যা। মানুষ সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বা পেশাগত কারণে বিভিন্ন চাপের মধ্যে দিয়ে যায়। কোন সময় সেটা বুঝা যায়, কোন সময় বুঝা যায় না। আর এভাবে নিউরোসিসের শুরু হয়। অনেকে এটা কে মানসিক ব্যধি বলে মনে করেন না ফলে সমস্যা বড় আকার ধারন করে। নিউরোসিসে বেশি সংখ্যক মানুষ ভুগে থাকেন।
আমরা নিম্নের উপসর্গ গুলো দেখতে পারি যেন বুঝতে পারি নিউরোসিস হলে ব্যক্তি কি ধরনের আচরণ করতে পার। এই গুলো হলো নিউরোসিসের মানসিক লক্ষণ
1. মন মেজাজ খারাপ হয়ে থাকা
2. অস্থিরতা ও ভয়
3. স্মৃতি শক্তি লোপ
4. হীন মন্যতা
5. অতি আবেগ বা সামান্যতে কান্না
6. মনোযোগের অভাব
7. অতিরিক্ত মৃত্যু চিন্তা ও অসহায় বোধ ইত্যাদি।
8. নিউরোসিসে কিছু শারীরিক লক্ষণ ও দেখা যায় যা হলো-
9. ঘুমের সমস্যা
10. বুক ধড়ফড় করা
11. চোখে ঝাপসা দেখা
12. হাত ও পা গরম বা ঠান্ডা হয়ে যাওয়া
13. অজ্ঞান হয়ে যাওয়া ও শ্বাস কষ্ট
14. মাথা ব্যথা ও বুকে চাপ অনুভূত হওয়া
15. হাত ও পা কাঁপা সহ ইত্যাদি
২। সাইকোসিসঃ ব্যক্তি যখন বাস্তব ও কল্পনা প্রসূত ঘটনা আলাদা করতে পারে না তখন সেটা সাইকোসিস বলে বিবেচনা করা হয়। সাইকোসিসে ব্যক্তির উন্মাদতার প্রকাশ ঘটায়। এটা গুরুতর মানসিক সমস্যা যা ব্যক্তির স্বাভাবিক জীবন যাপন কেড়ে নিতে যথেষ্ট।
সাইকোসিসে আক্রান্ত ব্যক্তি হ্যালুসিনেশনে ভুগে থাকেন। হ্যালুসিনেশনে ব্যক্তি বাস্তব জগত ও অবাস্তব জগতের পার্থক্য করতে পারেন না। এটাকে দৃষ্টিভ্রম ও বলা হয়।
আবার সাইকোসিসে আক্রান্ত ব্যক্তি চারপাশের এমন কি পরিবারের লোকজন দ্বারা ও ক্ষতি হওয়ার আশঙ্খায় থাকেন যা সম্পুর্ন ভিত্তিহীন।
সিজোফ্রেনিয়া ও বাই পোলার ডিস অর্ডার ও সাইকোসিসের ২টি সাধারন রোগ।
সাধারণত এটি বংশগত কারনে হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। আবার মাদক সেবন, বিবাদ পূর্ন পরিবেশ , পার্কিন্স সহ আর নানা মাথার রোগ বা মাথার টিউমারের জন্য এটি হয়ে থাকে।
এর লক্ষ্ণ গুলো নিম্ন রুপ
1. অতিরিক্ত ঘুম বা কম ঘুম
2. বিষন্নতা
3. অতিরিক্ত চিন্তা
4. সামাজিক দুরত্ব
5. হ্যালিসিনেশন
6. মনোযোগের অভাব
7. আত্নহত্যার চেষ্টা
মনোরোগের চিকিৎসাঃ
মানসিক সমস্যাকে অনেক মানুষ ই হালকা ভাবে নিয়ে থাকেন। তাছাড়া অনেকে এই সমস্যায় হাতুড়ে ডাক্তার বা কবিরাজের শরনাপন্ন হন, ফলে সমস্যা আরো গুরুতর হয়। আমাদের উচিত কার আচরণ আস্বাভাবিক হলে তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো। শারীরিক সমস্যা গুলো যেভাবে পরীক্ষা করে শনাক্ত করা যায় মনের সমস্যা কখনোই পরীক্ষা করে শনাক্ত করা যায় না। এই সমস্যা আলোচনা করে বের করতে হয়, পরে চিকিৎসকেরা বুঝে তাদের বিধিমালা দিয়ে থাকে।
দ্রুত ডাক্তার দেখাতে চাইলে
সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৬-৬৩৩১৬০
হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৭৬৬-০৮৬৭১৬
Map View
Location
Rating
ক্যাটাগরি
- ইউরোলজী বিশেষজ্ঞ
- ক্যান্সার বিশেষজ্ঞ
- গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
- চক্ষু বিশেষজ্ঞ
- চর্ম ও যৌন বিশেষজ্ঞ
- দন্ত রোগ বিশেষজ্ঞ
- নাক, কান ও গলা বিশেষজ্ঞ
- নিউরো মেডিসিন বিশেষজ্ঞ
- নিউরো সার্জারী বিশেষজ্ঞ
- নেফ্রোলজী/কিডনী বিশেষজ্ঞ
- প্লাষ্টিক সার্জারী বিশেষজ্ঞ
- ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
- বক্ষব্যাধি বিশেষজ্ঞ
- বাত ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
- মনোরোগ বিশেষজ্ঞ
- মেডিসিন বিশেষজ্ঞ
- রক্তরোগ বিশেষজ্ঞ
- লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ
- শিশু বিশেষজ্ঞ
- শিশু সার্জারী
- সার্জারী বিশেষজ্ঞ
- সুপারিশকৃত ডাক্তার
- হরমোন বিশেষজ্ঞ
- হাড়-জোড় বিশেষজ্ঞ
- হৃদরোগ বিশেষজ্ঞ
- হেপাটোলজি বিশেষজ্ঞ
Reviews
There are no reviews yet.