Description
চুল শরীরের সৌন্দর্য্যের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। স্তন্যপায়ী প্রাণীদেহের অন্যতম বৈশিষ্ট্য হলো চুল। চুল যেমন শারীরিক সৌন্দর্য্য বাড়ায়, তেমনি পরিবেশের বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে চুল আমাদের ত্বককে রাখে সুরক্ষিত।
চুলের সমস্যা কমবেশি সবার মধ্যেই থাকে। সমস্যার সমাধানে সবাই উদগ্রিব হয়ে থাকেন। আজ আমরা জানবো চুলের কি কি সমস্যা হতে পারে, সমস্যা হলে করণীয়।
চুলের কিছু সাধারণ সমস্যা
চুল পড়া (Hair Loss)
চুলের সমস্যার মধ্যে সবচেয়ে সাধারণ এবং বিরাট সমস্যা হচ্ছে চুল পড়া। স্বাভাবিক নিয়মে কিছু চুল পড়তে পারে যা কোন দুঃশ্চিন্তার বিষয় নয়। প্রতিদিন গড়ে ৫০-১০০ টি চুল পড়ে যায় সেক্ষেত্রে সেটা স্বাভাবিক পর্যায়। কিন্তু যদি এর ১০০ টির চেয়ে বেশি চুল পরে বা মাথার চুলে আলত ভাবে টান দিলে সেখান থেকে যদি ১৫ টি চুল হাতে চলে আসে তখন সেটা চুল পড়া সমস্যা।
বিভিন্ন কারণে চুল পড়তে পারে। তন্মধ্যে এখানে কয়েকটি কারন উল্লেখ করা হলো:
হরমোন জনিত কারন
পরিবেশ জনিত কারণ
স্ট্রেস বা দুঃশ্চিন্তা
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
কেমোথেরাপি
বংশগত না জিনগত কারণে
শরীরে দীর্ঘস্থায়ী রোগ
খাদ্যাভ্যাস
অ্যালোপেশিয়া (Alopecia)
অ্যালোপেশিয়া একটি জটিল ত্বকের রোগ। যা সাধারণত মাথার ত্বক বা অন্যান্য চুলের স্থানে হয়ে থাকে এবং আক্রান্ত স্থানের চুল পড়ে যায়।
অ্যালোপেশিয়া বিভিন্ন ধরণের হয়ে থাকে। এদের মধ্যে অ্যালোপেশিয়া এরিয়াটা,অ্যান্ড্রোজেনেটিক,অ্যালোপেশিয়া, টেলোজেন এফ্লুভিয়া, ট্রাকশন অ্যালোপেশিয়া ইত্যাদি উল্লেখযোগ্য নাম।
যে সব কারণে অ্যালোপেশিয়া হয়ে থাকেঃ
অটোইমিউন
বংশগত
হরমোন সমস্যা
মানসিক অবসাদ
পরিবেশগত
ঔশধের পার্শ্ব প্রতিক্রিয়া
পুষ্টির অভাব ইত্যাদি
খুশকি (Dandruff)
চুলের ও মাথার ত্বকের আরো বহুল পরিচিত সমস্যার নাম হচ্ছে খুশকি। যা একটি সাধারণ চর্ম সমস্যা। একটি বিব্রতকর এবং অস্বস্তিকর এই খুশকির সমস্যা। মূলত ছত্রাক সংক্রমণ সহ অন্যান্য কারণে মৃত কোষ গুলো সাদা আঁশটে পরিণত হয়ে মাথার ত্বক হতে ঝরে পড়ে। এই সাদা আঁশটে গুলো চুলের গোড়ায় বা মাথার ত্বকে থাকে। এর উপসর্গের মধ্যে রয়েছে চুলকানি, শুষ্কতা ও লাল দাগ হওয়া। খুশকির কারণে ত্বকের প্রদাহ ও সংবেদনশীলতা বেড়ে যায়, ফলে অস্থায়ীভাবে চুল পড়া শুরু হয়।
খুশকির হওয়ার অনেক গুলো কারণ রয়েছে।যদিও এটা বংশ গত নয়। তবু পরিবারের কারো খুশকি থাকলে তা পরবর্তীদের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছেঃ
ম্যালাসেজিয়া নামক ছত্রাক বা ফাঙাসের আক্রমণ
খুব বেশি শ্যাম্পু ব্যবহার করা
খুব কম শ্যাম্পু ব্যবহার করা
তৈলাক্ত ত্বক
অপরিষ্কার ত্বক, ময়লা জমে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমের মাত্রা বাড়ায়
আবহাওয়া পরিবর্তন যেমন শীতকাল
মাথায় খুব বেশি তৈল দেওয়া
পানির সমস্যা, যেমন পানিতে ক্লোরিনের পরিমাণ বেশি হলে
কোন চর্মরোগ বা এলার্জি যেমন সেবোরিক ডার্মাটাইটিস বা একজিমা
স্কাল্প সোরিয়াসিস (Scalp psoriasis)
এটা অসংক্রামক, দীর্ঘমেয়াদি চর্মরোগ। এর জন্য অনেকাংশে দায়ী অটোইমিউন রোগ। যখন চুলের গোড়ায় বা মাথার তালুতে খুশকির মতো সাদা বা রুপালী আঁশের মতো দেখা যায়। সাথে তীব্র চুলকানি ও জ্বালাভাব থাকে। স্কাল্প সোরিয়াসিস মাথার ত্বকে এবং চুলের ঘনত্বে প্রভাব ফেলে। মাথার ত্বকের স্বাস্থ্য নষ্ট করে দেয়। এর কারণ এরকম হতে পারেঃ
বংশগত ও পরিবেশগত কারণের সমন্বয়ে
মানসিক চাপের কারণে
আবহাওয়া
সংক্রমণ
ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া
রাজশাহীর যেকোনো বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য, সিরিয়াল ও আমাদের সেবা পেতে যোগাযোগ করুন : ০১৭৬৬-০৮৬৭১৬
সিরিয়ালের জন্য কল করুন: ০১৩২৬-৬৩৩১৬০
Map View
Location
Rating
ক্যাটাগরি
- ইউরোলজী বিশেষজ্ঞ
- ক্যান্সার বিশেষজ্ঞ
- গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
- চক্ষু বিশেষজ্ঞ
- চর্ম ও যৌন বিশেষজ্ঞ
- দন্ত রোগ বিশেষজ্ঞ
- নাক, কান ও গলা বিশেষজ্ঞ
- নিউরো মেডিসিন বিশেষজ্ঞ
- নিউরো সার্জারী বিশেষজ্ঞ
- নেফ্রোলজী/কিডনী বিশেষজ্ঞ
- প্লাষ্টিক সার্জারী বিশেষজ্ঞ
- ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
- বক্ষব্যাধি বিশেষজ্ঞ
- বাত ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
- মনোরোগ বিশেষজ্ঞ
- মেডিসিন বিশেষজ্ঞ
- রক্তরোগ বিশেষজ্ঞ
- লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ
- শিশু বিশেষজ্ঞ
- শিশু সার্জারী
- সার্জারী বিশেষজ্ঞ
- সুপারিশকৃত ডাক্তার
- হরমোন বিশেষজ্ঞ
- হাড়-জোড় বিশেষজ্ঞ
- হৃদরোগ বিশেষজ্ঞ
- হেপাটোলজি বিশেষজ্ঞ
Reviews
There are no reviews yet.